/anm-bengali/media/media_files/CBicla4nlad1f6G4VQ20.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাপুয়া নিউ গিনি ও ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত।
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০টি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী ৪০টি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের 'পোলস্টার' হয়ে উঠেছে। আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর অটোগ্রাফ চেয়েছিলেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে 'বস' বলে অভিহিত করেছিলেন।"
PM Modi met leaders from 20 countries and held 40 meetings. Under the leadership of the PM, our nation has become the ‘polestar’ of the world. We saw that US President Joe Biden asked for PM Modi’s autograph & Australian PM called him (PM Modi) the ‘boss’. It was a proud moment… pic.twitter.com/qAXnFQB3z4
— ANI (@ANI) May 25, 2023