New Update
/anm-bengali/media/media_files/KyYzdMr2UMzQHhQyq3nU.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আগামী মাসে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। বুধবার ঘোষণা করেছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। তবে শুধু চন্দ্রাভিযানই নয়, এবার সূর্যের উপর গবেষণা করার জন্য নতুন মিশনে নামছে ইসরো।
বুধবার ইসরোর প্রধান এস সোমনাথ জানান, এবার সূর্যকে নিয়েও গবেষণা করবে তারা। তার জন্য একটি নতুন মিশনের উল্লেখ করেন তিনি। যার নাম রাখা হয়েছে, আদিত্য -এল ১ (Aditya-L1)। এই মিশন সম্পর্কে জানিয়েছেন এস সোমনাথ। তিনি জানান, আগামী আগস্ট মাসে সূর্যের উদ্দেশে রওনা দেবে আদিত্য-এল ১।
#WATCH | ISRO chief S Somanath gives an update on Aditya-L1 Mission, India's first mission to study the Sun.
— ANI (@ANI) June 28, 2023
He says, "...We are targeting that by August end, Aditya can go." pic.twitter.com/qyOexGlUfw
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us