সকাল সকাল ইসরো দিল চমক, এলো সাফল্য

রানওয়েতে নির্ভুলতার সাথে অবতরণ করেছে বলে জানিয়েছে ISRO।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GJPckyEWgAA3_PW.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: চারিদিকের এতো খারাপের মাঝে ইসরো থেকে এল ভালো খবর। ফের একবার সাফল্য অর্জন করল ইসরো।

GJPchbAWQAAuO41.jpg

ISRO পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (RLV) প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করেছে। RLV LEX-02 অবতরণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, সিরিজের দ্বিতীয় উইংড বাহন, কর্ণাটকের চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ (ATR) থেকে সফল ভাবে উড়ান ভরে। আজ সকাল ৭টায় প্রথম এটি উড়ান ভরে। উড়ান চলে সকাল ১০ টা পর্যন্ত। উইংড বাহন, পুষ্পক (RLV-TD), এদিন রানওয়েতে নির্ভুলতার সাথে অবতরণ করেছে বলে জানিয়েছে ISRO। এটি একটি বড় সাফল্য বলেই জানাচ্ছে ভারতীয় স্পেস রিসার্চ সেন্টার।

isro launch.png

Add 1

cityaddnew

স