চাঁদের পর মঙ্গল, শুক্রেও উড়তে পারে ভারতের পতাকা! হয়ে গেল ঘোষণা

বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর নরম অবতরণের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে এটি করেছে ভারত। এই নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সকলে।

author-image
SWETA MITRA
New Update
isrrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩-এর সাফল্যের জেরে ইসরো (ISRO)-র আত্মবিশ্বাস যে আরও অনেকটাই বেড়ে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইসরোর আগামী দিনের কিছু সম্ভাব্য মিশন নিয়ে বড় মন্তব্য করলেন ইসরো প্রধান এস সোমনাথ (S Somanath)।

impact

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে ভ্রমণের সামর্থ্য ভারতের আছে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের আরও বেশি বিনিয়োগ দরকার এবং মহাকাশ খাতের উন্নয়ন করতে হবে। এর মাধ্যমে সমগ্র জাতির উন্নয়ন হওয়া উচিত, এটাই আমাদের মিশন। প্রধানমন্ত্রী মোদী আমাদের যে ভিশন দিয়েছিলেন তা পূরণ করতে আমরা প্রস্তুত।‘