/anm-bengali/media/media_files/m8LNnPWuFWv8A5HhcY4D.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পিএসএলভি-সি৫৮এক্সপোস্যাটমিশননিয়ে এবার বড় বার্তা দিলেনইসরোপ্রধানএসসোমনাথ। তিনি বলেন, '২০২৪সালের১জানুয়ারিপিএসএলভির (PSLV-C58 XPoSat mission)আরওএকটিসফলমিশনসম্পন্নহয়েছে।‘ জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় রহস্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট পাঠিয়ে বছর শুরু করেছে ভারত। সকাল ৯টা ১০ মিনিটে রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি৫৮-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট অর্থাৎ 'এক্সপোস্যাট'। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় যাবে। এটি হবে রকেটের ৬০তম মিশন। এই মিশনে এক্সপোস্যাটের পাশাপাশি আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।
#WATCH | On PSLV-C58 XPoSat mission, ISRO Chief S Somanath says "So 1, January 2024, yet another successful mission of PSLV has been accomplished..." pic.twitter.com/VwFCmRxvOU
— ANI (@ANI) January 1, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us