/anm-bengali/media/media_files/2025/01/29/1000149254.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ ২৯ জানুয়ারি, ২০২৫ ইসরো তাদের ১০০তম মিশন হিসেবে NVS-02 নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। GSLV-F15 রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। এই সাফল্য প্রসঙ্গে ইসরো চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, "এই সাফল্য আমাদের দলগত পরিশ্রমের ফল। আরও অনেক কাজ সামনে অপেক্ষা করছে, এবং আমরা একসাথে এগিয়ে যাবো।"
/anm-bengali/media/media_files/2025/01/29/1000149256.jpg)
তিনি আরও জানান, "আমাদের সামনে একটি ব্যস্ত বছর রয়েছে। গগনযান প্রকল্পের প্রথম G1 মিশনসহ কিছু গুরুত্বপূর্ণ মিশনের প্রস্তুতি চলছে। এছাড়া, আমরা নতুন প্রজন্মের লঞ্চার, চন্দ্রযান ৪ ও ৫, ভেনাস অরবিটার মিশন এবং শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করার কাজও করছি।"
/anm-bengali/media/media_files/2025/01/29/1000149235.jpg)
ড. নারায়ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মহাকাশ খাতে সংস্কারের জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব আমাদের পথপ্রদর্শক।" এই সাফল্য ভারতের মহাকাশ গবেষণায় আরও বড় অর্জনের দিকে এগিয়ে চলা।
#WATCH | Sriharikota, Andhra Pradesh | On the launch of the 100th mission GSLV-F15 with NVS-02 Satellite, ISRO chairman Dr V Narayanan says, "This 100th mission accomplishment is teamwork...The reward for hard work is more work. And ISRO has got a very busy year ahead with many… pic.twitter.com/9FyWPvdXzN
— ANI (@ANI) January 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us