New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/cgf0J1GlWDfEdryetmKV.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বিশ্ব। ঘটনা প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর লেখেন, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে শোকাহত, যেখানে কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা নিহতদের এবং তাদের পরিবারের সাথে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে।
My dear friend Narendra Modi, I am deeply saddened by the barbaric terrorist attack in #Pahalgam, Jammu & Kashmir, that killed and injured dozens of innocents. Our thoughts and prayers are with the victims & their families. Israel stands with India in its fight against terrorism:… pic.twitter.com/PhlHWFuLVj
— ANI (@ANI) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us