ইসরায়েল-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় সম্মত

বাজার বিস্তার, বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা পোষণ গয়ালের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-20 9.30.56 PM

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ইসরায়েল ও ভারত আনুষ্ঠানিকভাবে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে বাজারে প্রবেশাধিকার বাড়বে, মূলধনের প্রবাহ বৃদ্ধি পাবে এবং পণ্য ও পরিষেবা খাতে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।

গয়াল বলেন, “এই চুক্তি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দূর করবে এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও স্বচ্ছ, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য করে তুলবে।” মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ইসরায়েল ও ভারত বহুদিনের কৌশলগত অংশীদার, এবং এই গভীর বন্ধুত্ব ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তাঁর মতে, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় সম্মতি দুই দেশের অর্থনৈতিক যাত্রায় এক নতুন অধ্যায় সূচনা করবে।