/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার আইএসআই-সমর্থিত একটি অস্ত্র চোরাচালান চক্রের পর্দাফাঁস করলো পাঞ্জাব পুলিশ। আর পুলিশের তরফ থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই ঘটনায় এবার একাধিক চমকপ্রদ তথ্য উঠে আসছে। এই বিষয়ে পাঞ্জাব পুলিশের এসএসপি (SSP) মানিন্দর সিং জানিয়েছেন,''এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক স্তরে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মূলত দেশের বিভেদকামীদের মধ্যে এই বিপুল পরিমান অস্ত্র ছড়িয়ে দেশের অখণ্ডতাকে ভঙ্গুর করাই ছিল এই অপরাধীদের মূল উদ্দেশ্যে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/09/zY9hVFcyn1N14TaSoC62.jpg)
Amritsar, Punjab: In a major operation, police have busted an ISI-backed arms smuggling module. Five accused involved in supplying weapons to gangsters have been arrested. SSP Maninder Singh spoke on the matter pic.twitter.com/suLKtLrl8S
— IANS (@ians_india) July 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us