New Update
/anm-bengali/media/media_files/L2Y9BSe1kvn07MfmMoNt.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক নির্বাচনে (Karnataka Election) বিপুল জয়ের পথে কংগ্রেস (Congress)। নির্বাচনের আগে কংগ্রেসের ইস্তেহার (Manifesto) কিছুটা ইঙ্গিতবাহী। এই জয়ের পিছনে কি কোন ভাবে হাত রয়েছে সেই ইস্তেহারের? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে গৃহ জ্যোতি প্রকল্পের আয়তায় ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি (Free Electricity) করে দেবে কংগ্রেস সরকার। মহিলাদের জন্য মাসিক ২ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আন্না ভাগ্য প্রকল্পের আওতায় প্রত্যেকের জন্য ১০ কেজি চাল বরাদ্দ করা হবে। বেকারদের ৩ হাজার টাকা দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us