তেজস্বী যাদবই কি ডুপ্লিকেট ভোটার? প্রশ্ন তুললেন চিরাগ পাশওয়ান

তেজস্বী যাদবের অভিযোগ নিয়ে চিরাগ পাশওয়ানের কটাক্ষ: "যিনি অভিযোগ করছেন, তিনিই দ্বৈত ভোটার আইডিতে জড়িত!"

author-image
Aniket
New Update
 Tejaswi Yadav.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের নির্বাচন কমিশনকে ঘিরে ওঠা অভিযোগ নিয়ে আজ দিল্লিতে পাল্টা জবাব দিলেন লজেপি (রামবিলাস) সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান। তিনি বলেন, “এই সন্দেহজনক পরিস্থিতি কে তৈরি করছে, তা দেখতে হবে। বিহারে বিরোধী দলনেতা হিসেবে তেজস্বী যাদব প্রেস কনফারেন্স করে দাবি করেন, তাঁর নাম ভোটার তালিকায় নেই। অথচ, নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গেই তাঁর দাবিকে খণ্ডন করে তালিকা প্রকাশ করে দেয়, যেখানে তাঁর নামও ছিল।”

চিরাগ আরও বলেন, “এখন প্রশ্ন উঠছে তাঁর দুটি ভোটার আইডি রয়েছে কি না। যদি তাই হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। এটি নির্বাচন কমিশন ও বিরোধী উভয়ের জন্যই চিন্তার বিষয়। আপনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এখন দেখা যাচ্ছে সেই একই জিনিসে আপনি নিজেই জড়িত!”

তিনি বলেন, “ভোটার তালিকা নিয়ে দ্বিচারিতা বরদাস্ত করা যাবে না। এটি গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। কেউ যদি ডুপ্লিকেট ভোটার হন, তবে তা নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতা।”

এই মন্তব্যের পর, রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আরজেডি পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।