পিভি রামাশাস্ত্রী হতে চলেছেন BCAS অথবা CISF-এর ডিজি?

পিভি রামাশাস্ত্রী সিআইএসএফ নাকি BCAS কোথাকার প্রধান হবেন?

author-image
SWETA MITRA
New Update
pvvv.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পিভি রামাশাস্ত্রী সিআইএসএফের ডিজির দায়িত্ব গ্রহণের দৌড়ে এগিয়ে রয়েছেন।

hiring 2.jpeg

স্বরাষ্ট্র মন্ত্রকের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, ১৯৮৯ ব্যাচের ইউপি ক্যাডারের আইপিএস অফিসার বর্তমানে শীল বর্ধন সিংয়ের অবসর গ্রহণের পরে বিএসএফের স্পেশাল ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

pv 1.jpg

তবে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরোর প্রধান জুলফিকার হাসানকে সিআইএসএফ এবং রামাশাস্ত্রীকে বিসিএএস-এ বদলি করার সম্ভাবনা রয়েছে।

cisf.jpg

 রেশমি শুক্লাকে মহারাষ্ট্রের ডিজিপি হিসাবে নিযুক্ত করার পরে সিআইএসএফের বিশেষ ডিজি নীনা সিং এসএসবির প্রধান হিসাবে শূন্য পদটি পূরণ করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

hiring1.jpg