এবার কি সমাজবাদী পার্টি? ভোট মরশুমে হাত ধরবে বিজেপির

'এরাজ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি বা অন্য কোনো দল টিকে থাকতে পারবে না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Akhilesh Yadav

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের লোকসভা আসন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন বলেন, “সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে না চাইলে আমরা কিছুই করতে পারি না। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয়ই জোটে এসেছিল। ২৯টি আসনের মধ্যে কংগ্রেস ২৮টি আসন নিয়েছিল এবং ১টি আসন সমাজবাদী পার্টিকে দিয়েছে। কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থী তা প্রত্যাখ্যান করেছে, তারপর তারা অন্যদের নিয়ে এসেছে, তারাও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়নি। সমাজবাদী পার্টিকে সিদ্ধান্ত নিতে হবে কে তাদের প্রার্থী হবে। কেননা এরাজ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি বা অন্য কোনো দল টিকে থাকতে পারবে না”।

DFGHVJBNM,.

cong samaj.jpg

Add 1