স্বাতী মালিওয়াল ঘটনায় জোরালো হচ্ছে কেজরিওয়ালের উপস্থিতি, মিলছে তথ্য

ঘটনার দিনের ভিডিও ডিলিট করে দেওয়াও হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maliwal-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই স্বাতী মালিওয়াল নিগ্রহ ঘটনায় ঘটনার পুনর্নিমাণ করে FSL টিম। যখন এফএসএল টিমের সাথে স্বাতী মালিওয়াল গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ঘটনার পুনর্নির্মাণ করতে যান, তখন মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরের অনেক জায়গার সিসিটিভি ফুটেজের ডিভিআর রেকর্ডিং সিল করা আছে দেখা যায়। তাতে ফরেনসিকের সন্দেহ, ফুটেজের সঙ্গে কোনও টেম্পারিং হয়েও থাকতে পারে। অর্থাৎ ঘটনার দিনের ভিডিও ডিলিট করে দেওয়াও হতে পারে। তাই সেই বিষয়েও তদন্ত শুরু করল দিল্লি পুলিশ।

maliwal1-2024-05-7d872d9eb32114a6bcca9d5daf383c03

 Swati_Maliwal_1715936467491_1715936467877-ezgif.com-avif-to-jpg-converter.jpg

Add 1