‘ইন্ডিয়া’ জোট কি অতীত!

ইন্ডিয়া জোট সম্পর্কে এবার নীরবতা ভাঙল কংগ্রেস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india alliancee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রায় বহুদিন হয়ে গেল, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনও বৈঠক কিংবা আলোচনা আর কিছুই দেখা যাচ্ছে না। তবে কি ইন্ডিয়া জোট অতীত? এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে কানাভুষো। সেই ইন্ডিয়া জোট সম্পর্কে এবার নীরবতা ভাঙল কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এদিন বলেন, “আমাদের জোট কোনও একদলীয় জোট নয়৷ এই জোটে ২৭-২৮টি দল রয়েছে, প্রতিটি দলের নিজস্ব ধারণা, নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে। আমি ইন্ডিয়া জোটের নেতাদের উদ্বেগ সম্পর্কে সম্পূর্ণ অবগত। তারা চায় জোট শক্তিশালী হোক। সেখানে মতপার্থক্য থাকতে পারে, তবে সুস্পষ্ট সমন্বয় থাকা উচিত। আমরা এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি কারণ আমাদের বৃহত্তর স্বার্থ রয়েছে। আমরা নিশ্চিত যে এই জোট খুব শক্তিশালীভাবে কাজ করবে”।

hiren