/anm-bengali/media/media_files/PX8dDrY7Zr6C3KZX8LK8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজও জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এমনকি তাঁর জামিন মামলার শুনানি পিছিয়ে গেল এক মাসের জন্যে। এই এক মাস বিনা দোষে জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে। সবচেয়ে অবাককর বিষয়, তাঁর জামিনের পক্ষে থাকা ৫১ জন আইনজীবীর আজ একজনও উপস্থিত ছিলেন না আদালতে। স্বাভাবিক ভাবেই আজ তাঁর হয়ে সওয়াল করার কেউই ছিলেন না। ফলস্বরূপ, আরও একমাস জেলেই কাটাবেন চিন্ময় কৃষ্ণ দাস।
/anm-bengali/media/media_files/2024/11/29/mbUL2SqAPnusfJyfuJdA.jpg)
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে একজন আইনজীবীর উপর চরম তম হামলা চালিয়েছে মৌলবাদীরা। এমনকি সন্ন্যাসীর হয়ে যাতে কোনও আইনজীবী মামলা না লড়েন, সেই হুঁশিয়ারিও দিয়েছে মৌলবাদীরা। এদিন সেই প্রসঙ্গে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, “বাংলাদেশে কত হিন্দুকে হত্যা করা হয়েছে তা আমরা জানি না। পরিস্থিতি অত্যন্ত ভীতিকর এবং সেখানে কোনো হিন্দু নিরাপদ নয়। ভারত সরকারকে ভাবতে হবে তাদের নিরাপত্তার জন্য কী করা উচিত। ভারত সরকার ব্যবস্থা না নিলে যেভাবে পাকিস্তানে হিন্দুদের নিশ্চিহ্ন করা হয়েছে, বাংলাদেশেও তাদের একই অবস্থা হবে”।
#WATCH | Ayodhya | On the attack on a lawyer defending Chinmoy Krishna Prabhu in Bangladesh, Chief Priest of Shri Ram Janmabhoomi Temple, Acharya Satyendra Das says, “We have no idea how many Hindus have been killed in Bangladesh. ...The situation is extremely frightening and no… pic.twitter.com/m9z6A6U9U3
— ANI (@ANI) December 3, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us