/anm-bengali/media/media_files/2025/01/08/OZ5w9ecqJeQYKVyttu1G.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মাত্র ৫০ কিলোমিটার দূরে— অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে তিব্বতের ইয়ারলাং সাংপো এলাকায় গোপনে তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘতম জলবিদ্যুৎ প্রকল্প, ‘মেডগ ড্যাম’। বিশাল এই প্রকল্পে চিনের খরচ ১৩৭ বিলিয়ন ডলার, উৎপন্ন হবে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে এত বড় মাপের বাঁধ তৈরি হলেও, আন্তর্জাতিক স্তরে কোনও আলোচনা বা চুক্তি ছাড়াই চলছে নির্মাণ—এতে ভয় আরও বেড়েছে ভারতের, বিশেষ করে অরুণাচলের।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এই ড্যামকে সরাসরি আখ্যা দিয়েছেন ‘ওয়াটার বম্ব’। কারণ, চিন ইচ্ছামতো যদি বাঁধের জল ছেড়ে দেয়, তবে অরুণাচল, অসম এবং বাংলাদেশে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। আবার, জল আটকে দিলে তৈরি হতে পারে মারাত্মক জলসংকট।
প্রসঙ্গত, ইয়ারলাং সাংপো নদীই ভারতে সিয়াং নামে প্রবেশ করে, পরে হয়ে ওঠে ব্রহ্মপুত্র—যা পূর্ব ভারতের প্রাণরেখা। ফলে এই নদীর উৎসে চিনের এই বাঁধ ভারতের জলনিরাপত্তাকে বড়সড় চ্যালেঞ্জে ফেলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/10/jM7JjW44OFEIphS8eXKb.webp)
কেন চিন্তা বাড়ছে?
আসলে, চিন আন্তর্জাতিক জলচুক্তিতে সই করতে রাজি নয়। গোপনে নির্মাণ চলছে, প্রকাশ্যে আনছে না কোনও তথ্য। ভূরাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে এই প্রকল্পের ফলে। এমনকি জলনিয়ন্ত্রণকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বেজিং। ফলে সবকিছু মিলিয়ে চিন্তা একটা থেকেই যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us