ইন্ডিয়া জোটের হাত ছাড়লো কি AAP?

'লোকসভা নির্বাচনের পর তারা কোনও সভা করেনি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aap logo.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ইন্ডিয়া অ্যালায়েন্স সভায় যোগদান করছে না আম আদমি পার্টি।  আপের যোগদান না করার বিষয়ে আপ সাংসদ সঞ্জয় সিং এদিন বলেন, "আমন্ত্রণ পাওয়া বা না পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। প্রশ্ন হল ইন্ডিয়া অ্যালায়েন্স লোকসভা নির্বাচনের জন্য ছিল। এরপর আমরা হরিয়ানা নির্বাচন এবং দিল্লি নির্বাচন নিজেদের দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা বিহার নির্বাচন নিজেদের দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা পাঞ্জাব এবং গুজরাটের উপনির্বাচন নিজেদের দখলে নিয়েছি। তাই, আপ তাদের অবস্থান পরিষ্কার করেছে। আপ স্পষ্টভাবে বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে। কংগ্রেস এই বৈঠকে সবচেয়ে বড় দল ছিল কিন্তু নির্বাচনের পলোকসভা র তারা কোনও সভা করেনি"।

sanjay singh j1.jpg