“হিন্দুত্ব কি টি-শার্ট? উদ্ধব বহু আগেই ত্যাগ করেছেন বালাসাহেবের আদর্শ”— একনাথ শিন্ডে

২৬/১১-তে আমেরিকার চাপেই পাকিস্তানে আক্রমণ করা হয়নি, সাভারকর ইস্যুতে রাহুল গান্ধীকেও আক্রমণ শিন্ডের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-02 11.16.19 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ ২৬/১১ মুম্বই হামলা, সাভারকর প্রসঙ্গ এবং হিন্দুত্ব নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “২৬/১১ হামলার সময় আমরা পাকিস্তানে আক্রমণ করিনি, কারণ আমেরিকার চাপ ছিল। রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেন। হিন্দুত্ব কি একটি টি-শার্ট, যা পরলেন আর ইচ্ছামতো খুলে ফেললেন? (শিবসেনা (ইউবিটি) প্রধান) উদ্ধব ঠাকরে বহু আগেই হিন্দুত্ব ত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর চেয়ার পাওয়ার জন্যই তিনি বালাসাহেবের আদর্শকে ছেড়ে দেন।”