গ্রেফতার হবেন কেজরিওয়াল? মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা

কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, এমনই ইঙ্গিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
vfe

নিজস্ব সংবাদদাতা: কেজরিওয়ালকে গ্রেফতার করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, এমনই ইঙ্গিত রাজধানীর বুকে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হল। এমনকি আপ কর্মীদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি আবগারি তদন্তে ইঙ্গিত আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই গ্রেফতার করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এবার আশঙ্কা করছেন দিল্লির আপ নেতারা। আপ নেত্রী অতিশী দাবি করছেন যে কেজরিওয়ালকে গ্রেফতার করার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্র। সেই মতো বন্দোবস্তও করা হচ্ছে। আপ নেতা কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় ইতিমধ্যেই পার্টি অফিসে জড়ো হচ্ছে শীর্ষ নেতৃত্ব। আগামী দিনের রুটম্যাপও তৈরি করে রেখেছেন তাঁরা। দিল্লির মদ নীতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনবার নোটিশ পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে।