বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আইওয়ার গভর্নর

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আইওয়ার গভর্নর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G0TnkhQW8AA4AO0

নিজস্ব সংবাদদাতা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ রাজধানীতে আইওয়ার গভর্নর কিম রেনল্ডস-এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর এক্স-এ (টুইটার) পোস্ট করে জানান, বৈঠকে ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্ক এবং তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

G0TnlrRXsAAKwBV


তিনি এই আলোচনাকে "গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ" বলে উল্লেখ করেন। উভয় পক্ষই দুই দেশের বাণিজ্যিক ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।ভারত-আমেরিকা সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা প্রকাশ করেন জয়শঙ্কর।