আইএনএস সাক্ষী থাকলো ঐতিহাসিক যোগাভ্যাসের, নেতৃত্বে ছিলেন স্বয়ং মোদী

বিশাখাপত্তনম থেকে যোগব্যায়ামে জাতির নেতৃত্ব দেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
brythh

File Picture

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলে একটি আইএনএস থেকেই এদিন ভারতীয় নৌবাহিনী যোগ দিবস উদযাপন করেন। এদিন সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন। বিশাখাপত্তনম থেকে যোগব্যায়ামে জাতির নেতৃত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে সকালের এই বিশাল যোগাভ্যাসে পূর্ব নৌ কমান্ডের ১১,০০০-এরও বেশি নৌসেনা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এই নৌসেনা অংশগ্রহণকারীরা ৩০ কিলোমিটার দীর্ঘ আরকে সমুদ্র সৈকত বরাবর প্রায় ১০টি এনক্লোজারে অবস্থান করেন, যা ঐতিহাসিক সমাবেশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সমুদ্রে একই সাথে বিশাখাপত্তনমে নোঙর করা ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলিতেও যোগব্যায়াম অনুশীলন করা হয় এদিন।