/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে এক বড় তথ্য সামনে এল। সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া এই হিংসার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে পড়েছে। আর এবার এই মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে। মুর্শিদাবাদের এই ঘটনায় তদন্ত চালিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা এমন বেশকিছু ইঙ্গিত পেয়েছেন, যার মাধ্যমে এই হিংসার ঘটনায় বাংলাদেশের দুষ্কৃতীদের জড়িত থাকার প্রমান পাওয়া যাচ্ছে।
/anm-bengali/media/media_files/jY1sL3kCzkjdRtidG7st.jpg)
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী লোকাল কিছু নেতাদের সাহায্যেই এই হিংসা ছড়িয়েছে সীমান্তপারের দুষ্কৃতীরা। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই বিষয়ে আরও জোরদার তদন্ত শুরু করা হয়েছে। মুর্শিদাবাদের প্রতিটি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে।
Initial probe suggests involvement of Bangladeshi miscreants in Murshidabad violence: Govt sources
— ANI Digital (@ani_digital) April 15, 2025
Read @ANI Story | https://t.co/Z2VYSSl2DI#Murshidabad#WestBengal#Bangladesh#MHApic.twitter.com/6duX4kU11j
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us