"ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের বাদ দিতে হবে" — এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ কেয়া ঘোষের

"রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক মনে করে তৃণমূল ভয় পাচ্ছে", বললেন বিজেপি মুখপাত্র।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-16 10.25.11 PM

নিজস্ব সংবাদদাতা: বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision - SIR) প্রক্রিয়া ঘিরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এবার বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ তীব্র আক্রমণ শানালেন শাসক দলের বিরুদ্ধে।

তিনি বলেন, “তৃণমূলের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন লাগাতার এসআইআর নিয়ে মন্তব্য করে চলেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা মনে করি, এটা একটি উদ্দেশ্যপ্রণোদিত প্ররোচনা। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে চুপ কেন? সব বিষয়ে কথা বলেন, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব কেন?”

বিজেপির এই নেত্রীর আরও অভিযোগ, “তৃণমূল কংগ্রেস আসলে সিআইআর নিয়ে আতঙ্কিত, কারণ তারা মনে করে তাদের প্রধান ভোটব্যাংক হল রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাই তারা সিআইআর প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। আজ যখন তারা বুঝতে পারছে তাদের দিন শেষ, তখনই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা জানতে চাই, বাংলায় কি কোনও নতুন চক্রান্ত হচ্ছে হিন্দুদের ভয় দেখানোর জন্য? বিজেপি স্পষ্টভাবে বলছে—ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো এবং অনুপ্রবেশকারী ভোটারদের অবিলম্বে বাদ দিতে হবে।”

এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। শাসকদলের তরফ থেকে এর পাল্টা কী প্রতিক্রিয়া আসে, এখন সেটাই দেখার।