ফের ইন্ডিগোর বিমানে বিলম্ব ! শ্রীনগর-দিল্লি ফ্লাইট ছাড়তে দেরি

ফের বিলম্বিত ইন্ডিগো বিমান।

author-image
Debjit Biswas
New Update
indigo

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর থেকে দেশের রাজধানী দিল্লিতে যাতায়াতকারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের ৬ই ২৪৪৯ (6E 2449) শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইটটি আকাশপথে যানজটের (Air Traffic Congestion) কারণে বিলম্বিত হয়েছে।

indigo

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ফ্লাইটটি ছাড়া হবে। যাত্রীদের তাদের ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে ইন্ডিগো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশপথে অতিরিক্ত উড়ানের চাপ থাকার কারণেই এই বিলম্ব ঘটছে।