ইন্ডিগো-র বড় ধাক্কা: নভেম্বর মাসে বাতিল ১,২৩২ টি ফ্লাইট

ক্রু ও এয়ারস্পেস-সংক্রান্ত সমস্যায় অপারেশন বিঘ্নিত, অক্টোবরের তুলনায় OTP কমে ৬৭.৭০% — বেসামরিক বিমান মন্ত্রক।

author-image
Aniket
New Update
IndiGo_1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নভেম্বর মাসে অপারেশনাল কর্মক্ষমতার সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করল ইন্ডিগো। Ministry of Civil Aviation (MoCA)-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়কালে মোট ১,২৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, বাতিলের বড় অংশই ঘটেছে ক্রু/ FDTL কমপ্লায়েন্স ও বিমানবন্দর/এয়ারস্পেস/এটিসি-সংক্রান্ত কারণের জন্য, যার অনেকটাই সংস্থার প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে ছিল। তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ইন্ডিগোর সামগ্রিক OTP (On-Time Performance) নেমে দাঁড়িয়েছে ৬৭.৭০ শতাংশে, যেখানে অক্টোবরে তা ছিল ৮৪.১ শতাংশ। অপারেশন ব্যাহত হওয়ায় যাত্রী অসুবিধা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে।