ইন্ডিগোর বড় ঘোষণা: ১৩ই মে একাধিক ফ্লাইট বাতিল

ইন্ডিগো ১৩ মে ২০২৫ তারিখে জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড়সহ ছয় শহরের সব ফ্লাইট বাতিল করেছে। যাত্রীদের রওনা হওয়ার আগে ফ্লাইট যাচাইয়ের অনুরোধ জানিয়েছে সংস্থা।

author-image
Debapriya Sarkar
New Update
indigo flight edit .jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিগো ১৩ মে ২০২৫ তারিখে ছয়টি শহরের ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থাটি এক টুইট বার্তায় জানিয়েছে, ওই দিন জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় এবং রাজকোট—এই শহরগুলোর সঙ্গে তাদের সব ফ্লাইট বন্ধ থাকবে। যাত্রীদের উদ্দেশে ইন্ডিগো অনুরোধ জানিয়েছে, রওনা হওয়ার আগে যেন তারা ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেন এবং প্রয়োজনে সংস্থার ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করেন।
indigo