BREAKING: মাঝপথে জ্বালানি সঙ্কটে পড়লো ইন্ডিগোর বিমান,তারপর.... ! দেখুন বড় খবর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার জ্বালানির অভাবে মাঝপথেই জরুরি অবতরণের ঘোষণা করলো,গৌহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট (ফ্লাইট নম্বর : 6E 6764)। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, চেন্নাই বিমানবন্দরে অতিরিক্ত ভিড় থাকার কারণে নির্ধারিত সময়ে এই বিমানটি অবতরণ করতে পারেনি। এরপর পাইলট বুঝতে পারেন যে বিমানে পর্যাপ্ত পরিমান জ্বালানি নেই। সঙ্গে সঙ্গে তিনি ‘ফুয়েল মেইডে’ কল পাঠান, অর্থাৎ বিমানে পর্যাপ্ত জ্বালানি নেই বলে সংকেত দেন। এরপর বিকল্প হিসেবে ফ্লাইটটিকে বেঙ্গালুরুতে নামানো হয়। বিমানটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে নিরাপদে বেঙ্গালুরুতে অবতরণ করে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও  আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে এই ঘটনাটি বিমান পরিবহন ব্যবস্থার কার্যকারিতা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

indigo