১২৯ বছরে চির বিদায় নিলেন ভারতের সবচেয়ে বয়স্ক পদ্মশ্রী যোগগুরু

ভারতের সবচেয়ে বয়স্ক পদ্মশ্রী যোগগুরুর চির বিদায়।

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১২৯ বছরে চির বিদায় নিলেন যোগগুরু স্বামী শিবানন্দ। পদ্মশ্রী প্রাপক এই যোগগুরু শনিবার গভীর রাতে নিউমোনিয়া এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Swami Sivananda 'oldest man ever' says no sex, no spice, daily yoga key to  age | Latest News India - Hindustan Times

নিউমোনিয়া এবং অন্যান্য জটিলতার কারণে ৩০ এপ্রিল স্বামী শিবানন্দকে বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০২২ সালে, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিবানন্দকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেন।