BREAKING: পাকিস্তানকে সমর্থনের জের ! এবার তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করলেন উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরা

পাকিস্তানকে সমর্থন করে ভারতে জমি হারাচ্ছে তুরস্ক।

author-image
Debjit Biswas
New Update
ERDOGAN

নিজস্ব সংবাদদাতা - অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সমর্থন জানানোর জন্য এবং ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানকে ক্রমাগত অস্ত্র সরবরাহ করার জন্য এবার বড় বিপদে পড়তে চলেছে তুরস্ক। একে একে ভারতের অনেক ব্যবসায়ীই তুরস্কের সাথে কোনওরকম বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আর আগ্রহী নন। সম্প্রতি উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরা তুরস্কের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে উদয়পুর মার্বেল প্রসেসর্স কমিটির সভাপতি কপিল সুরানা বলেন,''ভারতে আমদানি হওয়া ৭০% মার্বেলই আসে তুরস্ক থেকে। আমরা যদি তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করি, তবে ভারতীয় মার্বেলের চাহিদা আরও বাড়বে এবং আমাদের এই একতা দেখিয়ে আমরা বিশ্বকে অনেক বড় বার্তা দিতে পারব।”

INDIA PAKISTAN