New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় মহিলাকে, গ্রেপ্তার করলো ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। ওই মহিলার ব্যাগ থেকে প্রায় ৬ কেজিরও বেশি কোকেন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬২.৬ কোটি টাকা। সূত্র থেকে জানা যাচ্ছে, এই বিপুল পরিমান মাদকদ্রব্য ৩০০টি ক্যাপসুলে ভরা ছিল, যা ছয়টি ওরিও বিস্কুটের বাক্স ও তিনটি চকোলেটের বাক্সে লুকানো ছিল। ওই মহিলা দোহা থেকে মুম্বাইয়ে এসেছিলেন। তার ব্যাগ তল্লাশি করেই সন্দেহজনক এই দুটি বাক্সের ভিতর, এই বিপুল পরিমান মাদক খুঁজে পাওয়া যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/G7gbgjX9bb2D1U3fy9fa.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us