সেশেলস সফরে যাচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

প্রেসিডেন্ট-নির্বাচিত ড. প্যাট্রিক হারমিনির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় প্রতিনিধি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-26 11.04.29 AM

নিজস্ব সংবাদদাতা: ভারতের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন সেশেলসে দুই দিনের সরকারি সফরে রওনা হয়েছেন। ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এই সফর, যেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট-নির্বাচিত ড. প্যাট্রিক হারমিনির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই সফরটি সেশেলস সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই সফর ভারত ও সেশেলসের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ এনে দেবে। দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি এবং পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনারও সম্ভাবনা রয়েছে।