New Update
/anm-bengali/media/media_files/2024/11/14/bkZrYOy2NPveePiHysu5.jpg)
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশঃ হাপুড় জেলার খাদার এলাকায় অনুষ্ঠিত রাজ্য মেলায় পৌঁছেছেন ভারতীয় গায়িকা মৈথিলী ঠাকুর। জানা গিয়েছে সেখানে তিনি গড় মেলার বিষয় নিয়েও গান গেয়েছেন।
/anm-bengali/media/post_attachments/299ece9b-542.png)
এই মেলায় এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, '' এই মেলা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি প্রথমবার এই মেলায় এসেছি। তিনি আরও বলেছেন যে পথে বস্তা ও বিছানা নিয়ে ভক্তরা বদর গঙ্গার মেলায় আসছেন। ''
/anm-bengali/media/post_attachments/e826da63-8d5.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, প্রতি বছর কার্তিক পূর্ণিমায়, প্রায় ৩০-৩৫ লক্ষ ভক্তরা গঙ্গায় প্রদীপ জ্বালাতে এবং স্নান করতে এই মেলায় আসেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তাদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/78853946-77d.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us