বড় লাফ দিল সেনসেক্স ও নিফটি ! আজ ফের চাঙ্গা শেয়ার বাজার

দুর্দান্ত গতিতে দিন শুরু করলো ভারতীয় শেয়ার বাজার।

author-image
Debjit Biswas
New Update
sensex.jpg

নিজস্ব সংবাদদাতা : নতুন জিএসটি (GST) নিয়ম লাগু হওয়ার পর থেকেই ক্রমশ চাঙ্গা হচ্ছে ভারতীয় শেয়ার বাজার। আজ দিনের শুরুতেই সেনসেক্স এবং নিফটি-তে এক শক্তিশালী উত্থান দেখা গেছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩১৮.৫৫ পয়েন্ট বেড়ে ৮১০৩৬.৫৬-এ পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। 

sensex

একইভাবে,ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৯৮.০৫ পয়েন্ট বেড়ে ২৪৮৩২.৩৫-এ অবস্থান করছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, জিএসটি (GST) সংক্রান্ত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের ফলে কিছু পণ্যে করের হার কমানো হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।