BREAKING: ট্রাম্প আরোপিত শুল্কে বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় রুপি ! দেখুন বড় খবর

ফের কমতে পারে ভারতীয় মুদ্রার দাম।

author-image
Debjit Biswas
New Update
1rupee

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের ওপর ২৫ শতাংশের আমদানি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। আর এই মার্কিন শুল্কের প্রভাবে ভারতীয় রুপি আরও দুর্বল হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে ICICI ব্যাঙ্ক। ICICI ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে যে খুব শীঘ্রই প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম প্রায় ৮৮.৫ টাকায় পৌঁছাতে পারে। এখানে উল্লেখ্য,চলতি বছরের শুরু থেকেই ভারতীয় রুপি ইতিমধ্যেই ২.৪ শতাংশ অবমূল্যায়িত হয়েছে। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় রুপি ৮৭.৫৫ টাকায় লেনদেন হচ্ছে। তবে REER (Real Effective Exchange Rate) অনুযায়ী রুপি এখনও তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে (প্রায় ১০০-র আশেপাশে)।

rupees