ফের শিরোনামে বন্দে-ভারত! এবার আসছে জোড়া পরিবর্তন

বন্দে ভারতে একছে বিরাট পরিবর্তন। বলা ভালো চমক। চলতি অর্থবর্ষেই শুয়ে শুয়ে যেতে পারবেন সেমি হাইস্পিডের এই ট্রেনে। সুখবর শোনালো রেল।

author-image
Pallabi Sanyal
New Update
adsxaw

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফের শিরোনামে দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস। বাকি এক্সপ্রেসের তুলনায় গতি অনেক গুণ বেশি। যাত্রী সুবিধাও উন্নত। তবে উদ্বোধনের পর থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে বন্দে ভারতের সঙ্গে। কখনো নিক্ষেপ করা হচ্ছে পাথর তো কখনও আবার যান্ত্রিক ত্রুটির গেরোয় ঘন্টার পর ঘন্টা স্টেশনেই আটকে থাকছে ট্রেন। প্রায়দিনই শিরোনাম দখল করে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এবার কোনো অপ্রীতির ঘটনা নয়। বরং যাত্রীদের মুখে হাসি ফুটতে চলছে। বন্দে ভারতে যাত্রীদের বসার জন্য চেয়ার কারের ব্যবস্থা রয়েছে। বসে বসে যেতে হয় যাত্রীদের। তবে চলতি অর্থবর্ষ থেকেই যাত্রীরা শুয়ে শুয়েও যেতে পারবেন।  শীঘ্রই  ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ চালু করবে ভারতীয় রেল। এমনটাই খবর। তবে স্লিপার ক্লাসে এসি থাকবে না।ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বি জি মালিয়া জানিয়েছেন,"আমরা এই আর্থিক বছরের মধ্যে বন্দে ভারতের স্লিপার সংস্করণ চালু করব। আমরা এই আর্থিক বছরে বন্দে মেট্রোও চালু করব নন-এসি পুশ-পুল ট্রেন বলা হয়, যাতে ২২টি কোচ এবং একটি লোকোমোটিভ থাকবে।  সেই লঞ্চটি  ৩১ অক্টোবরের আগে হতে চলেছে।" অর্থাৎ বন্দে ভারতের স্লিপার ক্লাসের পাশাপাশি আসছে বন্দে মেট্রোয়। বছর শেষের আগে উৎসবের মরশুমে দারুণ উপহার দিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার।