New Update
/anm-bengali/media/media_files/laQ3ThoKJXOIUqL43pKN.jpg)
নিজস্বসংবাদদাতাঃএবারবড়তথ্যদিলবঙ্গবিজেপি (BJP)।এবার অতীতহয়েযাবে ‘ওয়েটিংলিস্ট’।ট্রেনেউঠলেইমিলবেনিশ্চিতআসন।নিত্য রেল যাত্রীদের কথা ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, এক লক্ষ কোটি টাকা বাইট যাত্রী সুবিধার্থে আরও নতুন ৩ হাজার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেনগুলি চালু হলেই ওয়েটিং লিস্ট বলে কিছু থাকবে না।
অতীত হয়ে যাবে ‘ওয়েটিং লিস্ট’। ট্রেনে উঠলেই মিলবে নিশ্চিত আসন।
— BJP West Bengal (@BJP4Bengal) December 18, 2023
জনগণের সুবিধা আর সুরক্ষাই মোদী সরকারের প্রধান লক্ষ্য। pic.twitter.com/zkWAsJSH1l
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us