অতীত হয়ে যাবে ‘ওয়েটিং লিস্ট’, বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতীয় রেল আগামী কয়েক বছরে মোট ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অনেক নতুন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
trains.jpg

নিজস্বসংবাদদাতাঃএবারবড়তথ্যদিলবঙ্গবিজেপি (BJP)।এবার অতীতহয়েযাবেওয়েটিংলিস্টট্রেনেউঠলেইমিলবেনিশ্চিতআসন।নিত্য রেল যাত্রীদের কথা ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, এক লক্ষ কোটি টাকা বাইট যাত্রী সুবিধার্থে আরও নতুন ৩ হাজার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেনগুলি চালু হলেই ওয়েটিং লিস্ট বলে কিছু থাকবে না।