/anm-bengali/media/media_files/W7OdsGKPPuEuXgCE4rZh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি ট্রেন থেকে ওঠা-নামা, বিনা টিকিটে ভ্রমণ করা সম্পর্কে বারবার সতর্ক করে আসছে রেল (Indian Railways)। কিন্তু কাজের কাজ যে আদৌ হচ্ছে না সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝাই যায়। প্রায়শই চলতি ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে বিরাট সমস্যার মুখে পড়েন যাত্রীরা। অনেক সময়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয় মানুষকে। এহেন পরিস্থিতিতে আবারও নতুন করে রেলযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে রেলের তরফে। এতে বলা হয়েছে, চলন্ত ট্রেনে ওঠা/নামা এড়িয়ে চলুন, এটি আপনার এবং অন্যদের জন্য একটি গুরুতর ঝুঁকির বিষয়।
কিছু টিপস আছে যেগুলি অনুসরণ করার কথা বলা হয়েছে। যেমন...
১) ট্রেন থামার জন্য অপেক্ষা করুন।
২) স্টেশনে তাড়াতাড়ি আসুন, সঠিক পরিকল্পনা করুন।
৩) রেলের সময়সূচী মেনে চলুন, তাড়াহুড়ো করবেন না।
৪) প্রয়োজনে সাহায্য নিন।
আরপিএফের তরফে একটি ভিডিও অবধি শেয়ার করা হয়েছে। দেখে নিন...
Passenger Safety Alert!
— RPF INDIA (@RPF_INDIA) May 10, 2023
Avoid boarding/alighting moving trains, It's a serious risk to you & others.
Follow these tips:
1️⃣ Wait for the train to STOP.
2️⃣ Arrive early, plan ahead.
3️⃣Stick to schedules, don't rush.
4️⃣ Seek assistance when needed. #BeResponsible#BeSafepic.twitter.com/NTz1fR39uw
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us