নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভের সমাপ্তির হতেই উত্তর-মধ্য রেলওয়ে এখন ব্যস্ত 2031 সালের অনুষ্ঠিত হতে যাওয়া অর্ধকুম্ভের প্রস্তুতিতে। যা জানা যাচ্ছে, এই মুহূর্তে পরিকল্পনা, পরিকাঠামো এবং তার বাস্তবায়ন নিয়ে চিন্তাভাবনাও চলছে জোরকদমে। এই বছর 2025 সালের কুম্ভের তুলনায় আগামী 2031 সালের কুম্ভে দ্বিগুণ সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2019 সালের অর্ধকুম্ভের তুলনায় এই বছরের মহাকুম্ভে তিনগুণ বেশি ট্রেন চলেছে। যার 26 দিনে রেকর্ড প্রায় 17 হাজার 330টি ট্রেন চলেছে দেশে। ফলে, শুধুমাত্র প্রয়াগরাজের 9টি স্টেশনে রেকর্ড পরিমাণ আয় হয়েছে প্রায় 200 কোটি।
/anm-bengali/media/media_files/2024/12/18/O7LwElvGEX9hbiEGgUzg.jpg)