বিরাট উপহার রেলের! হাওড়া-শিয়ালদহ রুটে ১৮৫ ট্রেন! রইল টাইমটেবিল

কালীপুজো এবং দীপাবলি কেটে যাওয়ার পর এবার আসছে ছট পুজো। এই উদ্দেশ্যে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। রইল সেই আপডেট। এখানে ক্লিক করে জেনে নিন সেই সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
train 1.jpg

নিজস্ব সংবাদদাতা: ছটের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলের সব ডিভিশন৷ উত্তর ও মধ্যভারত গামী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করছে এবার পূর্ব রেল কর্তৃপক্ষ৷ প্রায় ১৮৫টি ট্রেন চালানো হবে এবার এই রুটগুলিতে। ইস্টার্ন রেলওয়ে ভ্রমণকারীদের চাহিদা মেটাতে এবং মূল গন্তব্যে পৌঁছতে হাওড়া, আসানসোল, মালদহ এবং ভাগলপুর থেকে বিশেষ ফেস্টিভ্যাল ট্রেন চালানো হবে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও ভ্রমণ পরিকল্পনা সুরক্ষিত করতে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করে নেওয়াই এখন আপনার জন্য ভাল। ছট উপলক্ষে হাওড়া, আসানসোল ও শিয়ালদহ স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বাড়িয়ে দেওয়া হবে রেল রক্ষীর সংখ্যাও৷ পুলিশ কুকুর দিয়ে চালানো হচ্ছে ঘন ঘন তল্লাশি। 

hiring.jpg