/anm-bengali/media/media_files/L5Xe5dZFRBkUsRIKbXTg.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৬ উইকেটে পরাজিত করার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ট্রফি উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Prime Minister Narendra Modi along with Australian Deputy Prime Minister Richard Marles handed the ICC Men's Cricket World Cup 2023 trophy to Australian captain Pat Cummins after their win against India in Ahmedabad
— ANI (@ANI) November 19, 2023
Pic Source: ANI Photos pic.twitter.com/E4T3twcyHf
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে বিশ্বকাপ শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আইসিসি ট্রফি জয়ের জন্য এক দশকের অপেক্ষার অবসান ঘটাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক সমর্থক। কিন্তু অস্ট্রেলিয়াই বড় দিনে এগিয়ে গিয়েছিল। দ্রুত গতির পাওয়ার প্লের পর অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ ভারতকে ২৪০ রানে অলআউট করে দেয়। এবং ট্রাভিস হেড দুর্দান্ত ব্যাট করেন, অবিশ্বাস্য সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে তাদের ষষ্ঠ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us