ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক, অভিজ্ঞতা কেমন?

প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
israel attacks iran  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইরান ফেরত ভারতীয় নাগরিকের মুখে শোনা গেল দেশে ফেরার অভিজ্ঞতার কথা। অন্যান্যদের সাথে তুর্কমেনিস্তানের আশগাবাদ হয়ে সংঘাত-প্রবণ ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাঁকেও।

এদিন তিনি বলেন, "আমরা ভারত সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীকে, ইরান ও তুর্কমেনিস্তানে ভারতীয় দূতাবাসের লোকজনকে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। আমাদের কোনও সমস্যার মুখোমুখি হতে হয়নি। আমরা যতই ধন্যবাদ জানাই না কেন, তা সর্বদা কম হবে। তারা সবকিছুর যত্ন নিয়েছে, তা খাবার হোক বা থাকা..."।

iran