ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, অভিজ্ঞতা কেমন?

'দিল্লি বিমানবন্দরে হতাশ হয়েছিলাম'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gtu4k0tXkAE7uer

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইরানের যুদ্ধ পরিস্থিতি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন সেখানকার নাগরিকরা। আর তাদের মুখেই শোনা যাচ্ছে সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা।

সেখানকার বাসিন্দা সাবা রসুল এদিন সেই প্রসঙ্গে বলেন, "আমি ২০২১ সালে এমবিবিএসের জন্য ইরানে গিয়েছিলাম। কয়েকদিন আগে, দূতাবাস থেকে আমাদের ফোন আসে, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলা হয় এবং আমাদের স্থানান্তরিত করা হয়। আমরা উর্মিয়ায় ছিলাম, এবং তারপর আমাদের আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়। তেহরানে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা আমাদেরকে সাথে নিয়ে আর্মেনিয়া সীমান্তে যান। সীমান্ত থেকে, আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা আমাদের সবকিছুতে সাহায্য করেন। অবশেষে গতকাল আমরা সেখান থেকে বেরিয়ে আসি। ফ্লাইটের ব্যবস্থা খুব ভালো ছিল। আমরা কেবল দিল্লি বিমানবন্দরে হতাশ হয়েছিলাম"।