গগনযানের মুকুটে নয়া পালক, এবার নৌবাহিনী

আজ পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে গগনযানের।

author-image
SWETA MITRA
New Update
nouaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার ফের একবার বড় কাজ করল ভারতীয় নৌবাহিনী। জানা গিয়েছে, ইসরোরসফলপরীক্ষামূলকউড্ডয়নেরপরগগনযানমিশনের (Gaganyaan Mission)ক্রুএস্কেপমডিউলউদ্ধারকরলভারতীয়নৌবাহিনী।এই বিষয়ে ভারতীয়নৌবাহিনী (Indian Navy) জানিয়েছে, ‘আমাদেরইউনিটগুলিক্রুমডিউলটিউদ্ধারকরেছে - বিস্তৃতপরিকল্পনা, নৌবাহিনীরডুবুরিদেরপ্রশিক্ষণ, এসওপিপ্রণয়নএবংভারতীয়নৌবাহিনীএবংইসরোরসম্মিলিতদলগুলিরযৌথযোগাযোগেরমাধ্যমেএকটিপথপ্রশস্তকরেছে।‘