ব্রেকিং: ৭০০ জনকে উদ্ধার করল নৌবাহিনী

ঘূর্ণিঝড় মিগজাউম দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রিণত হয়েছে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মাচিলিপত্তনমের মধ্যবর্তী উপকূলে আঘাত হানার আগে এটি চেন্নাই সহ তামিলনাড়ুর চারটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
navy michaung.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে লণ্ডভণ্ড হওয়া তামিলানাড়ু নিয়ে বিস্ফোরক দাবি করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। ৭০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, বন্যা ত্রাণ দলগুলি চেন্নাইয়ের পাল্লিকারানাই, থোরাইপাক্কাম, পেরুম্বাক্কাম এবং ভেলাচেরির ডুবে যাওয়া কলোনিগুলিতে আটকে পড়া লোকদের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে নৌবাহিনী।