হাইজ্যাক! বড় পদক্ষেপ ভারতীয় নৌবাহিনীর, বুক কাঁপবে জলদস্যুদের

বড় পদক্ষেপ নিল ভারতীয় নৌবাহিনী।

author-image
SWETA MITRA
New Update
navyss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরব সাগরে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর খবর পেতেই তৎপর হয়ে উঠল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। মাল্টার পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে আরব সাগরে সম্ভাব্য নিরাপত্তা ঘটনার ওপর নজর রাখছে মাল্টা কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতিতে পরিবহন মাল্টা জানায়, বৃহস্পতিবার সকালে তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার সময় জাহাজটি সমস্যার সম্মুখীন হয়। শনিবার ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মাল্টা পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন ছিনতাইয়ের ঘটনায় আরব সাগরে তাদের যুদ্ধজাহাজ ও সামুদ্রিক টহল বিমান দ্রুত সাড়া দিয়েছে। ভারতীয় নৌবাহিনী এমভি রুয়েনকে সনাক্ত ও সহায়তা করার জন্য ওই এলাকায় নজরদারির জন্য তাদের নৌ-সামুদ্রিক টহল বিমান এবং উপসাগরীয় এডেনে জলদস্যুতা বিরোধী টহলের জন্য তাদের যুদ্ধজাহাজকে সরিয়ে নিয়েছে। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, "বিমানটি ১৫ ডিসেম্বর ভোরে ছিনতাই হওয়া জাহাজটিকে অতিক্রম করে এবং আইএন বিমানগুলি ক্রমাগত জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে, যা এখন সোমালিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।“