ব্রেকিংঃ বাড়ছে জলদস্যুতা... যুদ্ধজাহাজ মোতায়েন ভারতীয় নৌসেনার!

আরব সাগরে ইরানি মৎস্যজীবী জাহাজের জলদস্যুতা রুখতে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারতীয় নৌসেনা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, আরব সাগরে জলদস্যু বিরোধী অভিযানে নেমেছে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, ইরানি মাছ ধরার জাহাজের জলদস্যুতা ঠেকাতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র সাইট  বলেন, "সোকোত্রা থেকে প্রায় ৯০ এনএম দক্ষিণ-পশ্চিমে ইরানি মাছ ধরার জাহাজ 'আল কামার ৭৮৬'-এ সম্ভাব্য জলদস্যুতার ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।" 

kl,

আরব সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অপহৃত এফভিকে আটকাতে ডাইভার্ট করা হয়েছিল, নয়জন সশস্ত্র জলদস্যু দ্বারা আরোহণ করা হয়েছিল বলে জানা গেছে।

Add 1

সূত্রে খবর, ছিনতাই হওয়া এফভিটি ২৯ মার্চ অর্থাৎ আজ আটকানো হয়েছে। ছিনতাই হওয়া এফভি ও এর ক্রুদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী বর্তমানে অভিযান চালাচ্ছে।