ফাঁসির মুখ থেকে ফিরতে পারবেন নৌবাহিনীর ৮ প্রাক্তন অফিসার?

কাতারের রাজধানী দোহায় ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে ভারত সরকার। তাঁরা কি ফিরতে পারবেন দেশে?

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
r hari kumar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কাতারেভারতীয়নৌবাহিনী (Indian Navy)-রআটপ্রাক্তনঅফিসারেরমৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন ভারতীয়নৌবাহিনীরপ্রধানঅ্যাডমিরালআরহরিকুমার (R Hari Kumar)। তিনি এই বিষয়েবলেছেন, "আমরাযাতেআইনিপ্রক্রিয়াঅনুসরণকরিএবংআমাদেরকর্মীরাস্বস্তিপানতানিশ্চিতকরারজন্যসরকারসর্বাত্মকপ্রচেষ্টাচালিয়েযাচ্ছে। " দেখুন ভিডিও...