চাঁদে যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার রাশিয়ার, কটাক্ষ করল ভারত?

রাশিয়ার লুনা-২৫ মহাকাশযান চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়েছে। রুশ মহাকাশ সংস্থা রসকসমস খোদ তা মেনে নিয়েছে। রুশ স্পেস এজেন্সি বলেছে, তারা ভুল প্যারামিটার সেট করেছিল।

author-image
SWETA MITRA
New Update
lunaaaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চাঁদে যাওয়ার স্বপ্ন ভেঙে একপ্রকার চুরমার হয়ে গিয়েছে রাশিয়া (Russia)-র। গতকাল রবিবার চাঁদের পৃষ্ঠে ভেঙে পরে রাশিয়ার পাঠানো মহাকাশযান লুনা ২৫ (Luna 25)। এবার এই ইস্যুতে মন্তব্য করলেন ইন্ডিয়ানইনস্টিটিউটঅফঅ্যাস্ট্রোফিজিক্সেরডিরেক্টরঅন্নপূর্ণিসুব্রহ্মণ্যম। তিনিবলেন, "৫০বছরআগেমহাকাশঅনুসন্ধানেরক্ষেত্রেএকটিবড় রকম চেষ্টা করেছিল রাশিয়া এবং এই দেশ প্রায়৫০বছরপরে আবারও এটিকরারচেষ্টাকরেছিল।আমরাআশাকরিযেতাদেরএখনওজ্ঞান, সক্ষমতাএবংঅভিজ্ঞতাঅব্যাহতথাকবেএবংতারাএটিসমাধানকরতেসক্ষমহবে। সেইসঙ্গে পরিকল্পনাঅনুযায়ীতাদেরলুনা -২৬এবংলুনা -২৭মিশনচালিয়েযেতেসক্ষমহবে।“

রাশিয়ারলুনা-২৫মহাকাশযানচাঁদেরমাটিতেবিধ্বস্তহয়েছে।রুশমহাকাশসংস্থারসকসমস খোদতামেনেনিয়েছে।রুশস্পেসএজেন্সিবলেছে, তারাভুলপ্যারামিটারসেটকরেছিল।যারকারণেযানটিভুলকক্ষপথেগিয়েবিধ্বস্তহয়।

রাশিয়াএখনআরচাঁদেমিশনকরতেপারবেনা।সেদেশেরস্বপ্নভেঙ্গেগেছে।রুশস্পেসএজেন্সিজানিয়েছে, গতকাললুনা-২৫এরসঙ্গেযোগাযোগেসমস্যাহয়েছে।এরপরতারসঙ্গেএকাধিকবারযোগাযোগেরচেষ্টাকরাহলেওকোনোলাভহয়নি। রসকসমস জানিয়েছে, প্রাথমিক তদন্তে লুনা-২৫ মূল প্যারামিটার থেকে বিচ্যুত হয়েছে। স্থির কক্ষপথের পরিবর্তে, সে অন্য কক্ষপথে চলে যায় যেখানে তার যাওয়া উচিত ছিল না। এ কারণে মহাকাশ যানটি সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বিধ্বস্ত হয়।

প্রায় ৪৭ বছর পর চাঁদে মিশন পাঠিয়েছিল রাশিয়া।এদিকে চন্দ্রযান-৩-এর আগে লুনা-২৫ চাঁদে অবতরণ করবে বলে দাবি করা হয়েছিল রাশিয়ার তরফে। কিন্তু রাশিয়ার স্পেস এজেন্সি এটাও জানত না যে এটি ক্র্যাশ ল্যান্ডিং হবে।

গত১১আগস্টভোর৪টা৪০মিনিটেআমুরওব্লাস্টেরভোস্টনিকসমোড্রোমথেকেলুনা-২৫উৎক্ষেপণকরাহয়।সোয়ুজ.১বিরকেটদিয়েউৎক্ষেপণকরাহয়।একেলুনা-গ্লোবমিশনওবলাহয়।১৯৭৬সালেরলুনা-২৪মিশনেরপরথেকেরাশিয়ারকোনোযানচাঁদেরকক্ষপথেপৌঁছায়নি। 

রাশিয়াসোয়ুজরকেটউৎক্ষেপণকরেছিল।এরদৈর্ঘ্যছিলপ্রায়৪৬.মিটার।এরব্যাসছিল১০.মিটার।ওজনছিল৩১৩টন।এটিলুনা-২৫ল্যান্ডারকেপৃথিবীরবাইরেএকটিবৃত্তাকারকক্ষপথেছেড়েদেয়।যারপরএইমহাকাশযানটিচাঁদেরউদ্দেশ্যে রওনাদেয়।