/anm-bengali/media/media_files/NsLxcuwj5CpC6AUm5efz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাঁদে যাওয়ার স্বপ্ন ভেঙে একপ্রকার চুরমার হয়ে গিয়েছে রাশিয়া (Russia)-র। গতকাল রবিবার চাঁদের পৃষ্ঠে ভেঙে পরে রাশিয়ার পাঠানো মহাকাশযান লুনা ২৫ (Luna 25)। এবার এই ইস্যুতে মন্তব্য করলেন ইন্ডিয়ানইনস্টিটিউটঅফঅ্যাস্ট্রোফিজিক্সেরডিরেক্টরঅন্নপূর্ণিসুব্রহ্মণ্যম। তিনিবলেন, "৫০বছরআগেমহাকাশঅনুসন্ধানেরক্ষেত্রেএকটিবড় রকম চেষ্টা করেছিল রাশিয়া এবং এই দেশ প্রায়৫০বছরপরে আবারও এটিকরারচেষ্টাকরেছিল।আমরাআশাকরিযেতাদেরএখনওজ্ঞান, সক্ষমতাএবংঅভিজ্ঞতাঅব্যাহতথাকবেএবংতারাএটিসমাধানকরতেসক্ষমহবে। সেইসঙ্গে পরিকল্পনাঅনুযায়ীতাদেরলুনা -২৬এবংলুনা -২৭মিশনচালিয়েযেতেসক্ষমহবে।“
রাশিয়ারলুনা-২৫মহাকাশযানচাঁদেরমাটিতেবিধ্বস্তহয়েছে।রুশমহাকাশসংস্থারসকসমস খোদতামেনেনিয়েছে।রুশস্পেসএজেন্সিবলেছে, তারাভুলপ্যারামিটারসেটকরেছিল।যারকারণেযানটিভুলকক্ষপথেগিয়েবিধ্বস্তহয়।
রাশিয়াএখনআরচাঁদেমিশনকরতেপারবেনা।সেদেশেরস্বপ্নভেঙ্গেগেছে।রুশস্পেসএজেন্সিজানিয়েছে, গতকাললুনা-২৫এরসঙ্গেযোগাযোগেসমস্যাহয়েছে।এরপরতারসঙ্গেএকাধিকবারযোগাযোগেরচেষ্টাকরাহলেওকোনোলাভহয়নি। রসকসমস জানিয়েছে, প্রাথমিক তদন্তে লুনা-২৫ মূল প্যারামিটার থেকে বিচ্যুত হয়েছে। স্থির কক্ষপথের পরিবর্তে, সে অন্য কক্ষপথে চলে যায় যেখানে তার যাওয়া উচিত ছিল না। এ কারণে মহাকাশ যানটি সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বিধ্বস্ত হয়।
প্রায় ৪৭ বছর পর চাঁদে মিশন পাঠিয়েছিল রাশিয়া।এদিকে চন্দ্রযান-৩-এর আগে লুনা-২৫ চাঁদে অবতরণ করবে বলে দাবি করা হয়েছিল রাশিয়ার তরফে। কিন্তু রাশিয়ার স্পেস এজেন্সি এটাও জানত না যে এটি ক্র্যাশ ল্যান্ডিং হবে।
গত১১আগস্টভোর৪টা৪০মিনিটেআমুরওব্লাস্টেরভোস্টনিকসমোড্রোমথেকেলুনা-২৫উৎক্ষেপণকরাহয়।সোয়ুজ২.১বিরকেটদিয়েউৎক্ষেপণকরাহয়।একেলুনা-গ্লোবমিশনওবলাহয়।১৯৭৬সালেরলুনা-২৪মিশনেরপরথেকেরাশিয়ারকোনোযানচাঁদেরকক্ষপথেপৌঁছায়নি।
রাশিয়াসোয়ুজরকেটউৎক্ষেপণকরেছিল।এরদৈর্ঘ্যছিলপ্রায়৪৬.৩মিটার।এরব্যাসছিল১০.৩মিটার।ওজনছিল৩১৩টন।এটিলুনা-২৫ল্যান্ডারকেপৃথিবীরবাইরেএকটিবৃত্তাকারকক্ষপথেছেড়েদেয়।যারপরএইমহাকাশযানটিচাঁদেরউদ্দেশ্যে রওনাদেয়।
#WATCH | Bengaluru: On Russia Luna-25 crash, Director, Indian Institute of Astrophysics, Annapurni Subramaniam says, "A very big credential regarding space exploration 50 years ago and they attempted this after about 50 years. We hope that they still continue to have the… pic.twitter.com/79L1VYRBkC
— ANI (@ANI) August 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us