BREAKING : স্থগিত ইন্দাস জলচুক্তি ! খুশি ভারতীয় কৃষকরা

কি বলছেন ভারতীয় কৃষকরা ?

author-image
Debjit Biswas
New Update
kashmir

নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন রাজস্থানের কৃষকরা। এক কৃষক বলেন,''আমরা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে খুশি। রাজস্থানে জলসঙ্কট প্রবল। যদি আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে, তাহলে হয়তো আমরাও ইন্দাস নদীর জল পেতে পারি। ২০১৫ সালে মোদিজির সরকার আসার পর থেকেই আমরা এটা বিশ্বাস করি যে,তিনি যা বলেন, তাই করেন। এখন আমরা পানযোগ্য জল পাই, কিন্তু তা কেবলমাত্র খাওয়ার জন্যই।''

FARMER